আমি যুদ্ধ দেখিনি কখনো
আমি যুদ্ধ দেখিনি কখনো।
মাতৃভূমিকে বাঁচাতে, মা-কে বাঁচাতে যুদ্ধ হয়েছিল।
বড় আক্ষেপ, তখন জন্ম হয়নি আমার।
সে যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারিনি।
ছোট ছিলাম।
জন্ম থেকে বুঝিনি যুদ্ধ কি, অথবা মৃত্যু কাকে বলে।
আমি এখন অনেক বড়।
মৃত্যু চিনিনা, ভয় পাই না কোনো মৃত্যু।
চলে যেতে চাই জীবনের আরেকটি যুদ্ধে।
বাঁচাতে আমার মা-কে, আমার মাতৃভূমিকে।
আমি রঙ দেখেছি, রাঙাতে শিখিনি।
আরেকবার রাঙাতে চাই আমাদের জীবন, আমাদের সমাজকে।