১৯৯৭ মধ্যবিত্ত গ্রাম্য মুসলিম পরিবারে আমার জন্ম।
২০০২ বাংলাদেশে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া শুরু করি।
২০০৮ আমি প্যাথমিক বিদ্যালয় ছেড়ে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হই
২০১৩ সফলতার সহিত এসএসসি পাশ করে ট্রাস্ট কলেজে ভর্তি হই।
২০১৪ আমার গ্রাফিক্স ডিজাইন এর যাত্রা শুরু করি
২০১৬ লেখালেখির অভ্যাস থেকে মেজবা ব্লগস ব্লগটি লঞ্চ করি।
২০১৬ আমি বাংলাদেশ ছেড়ে ইতালিতে আসি
২০১৭ আমি ইতোেলি ছেড়ে ফ্রান্সে চলে আসি।।
২০২০ আমি মেজবা উদ্দিন ইউটিউব চ্যানেলটি লঞ্চ করি

গ্রাফিক্স ডিজাইনারও বলতে পারেন। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি। ডান পাশের উল্লেখিত বক্সে আমার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত আপনাদের অবগতরি জন্য তুলে ধরলাম।
মেজবা ব্লগসঃ হ্যালো বন্ধুরা, ব্লগার মেজবা ব্লগস সর্ম্পকে জানার আগ্রহের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি বিভিন্ন ধরনের গল্প ও কবিতা শেয়ার করে থাকি। যার মধ্যে অন্যতম হল ভালবাসার গল্প, কাব্যখন্ড, ইসলামের ইতিহাস, জীবন কাহিনী, কবিতা , সাহিত্য ইত্যাদি। শুরু দিকে আমার ব্লগ এর উদ্দ্যেশ ছিল আমার পছন্দের গল্প ও কবিতা গুলি আপনাদের সাথে শেয়ার করা ও আপনাদের বিনোদন করা। কিন্তু এখন থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করবো।
এই ব্লগের ভবিষ্যৎ পরিকল্পনাঃ আমরা ব্লগটাকে ভাল এবং শিক্ষণিয় একটি প্লাটফর্মে নিয়ে যাওয়ার সর্বত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের গল্প , ইতিহাস, টেকনোলজি , কবিতা ইত্যাদি সম্পর্কিত নিত্য নূতন আর্টিকেল শেয়ার করে ভালো মানের একটা ব্লগিং সাইট তৈরি করাই আমাদের মূখ্য উদ্দেশ্য থাকবে। আমাদের পোষ্ট এর মাধ্যমে কাউকে ভূল তথ্য দেওয়া বা অযথা সময় নষ্ট করানো থেকে আমরা সব সময় বিরত থাকি। আশা করি আপনাদের পরামর্শমূলক আন্তরিক সহযোগিতায় ভবিষ্যতে আমরা ব্লগটাকে ভাল অবস্থানে নিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ্।
আমি বিগিত ২০১৬ সাল থেকে এখানে বিভিন্ন ধরনের কন্টেট আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতেও শেয়ার করে যাব। ধন্যবাদ
আমি বিগিত ২০১৬ সাল থেকে এখানে বিভিন্ন ধরনের কন্টেট আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতেও শেয়ার করে যাব। ধন্যবাদ