না ফেরার কাব্য


না ফেরার কাব্য

নিজেকে আজকাল অনেকটাই নিঃসঙ্গ মনে হয়।
জীবনের বহমান রেখা ক্রমশই ছোট হয়ে চলে এসেছে জীবন সীমান্তের খুব কাছাকাছি।
শরতের বৃষ্টিবিন্দুর মত হঠাৎ করেই কোন একদিন হারিয়ে যাবো দূরবীন থেকে দূরবীনতর কোন দুরত্বে।
বর্ষপঞ্জি ঘুরে তোমার কক্ষপথে কখনো ফেরা হবেনা আর।
নবীনতর পূর্বতন