বিদ্রোহী দাবানল


বিদ্রোহী দাবানল


যেখানে তুমি অন্যায়-অসত্য,
যেখানে তুমি উশৃঙ্ক্ষল,
সেখানে আমি ধারাল মসি,
সেখানে বহ্নি দাবানল।

তোমারে রহিব সহসা আমার,
তীক্ষ্ণ অভয় লেখনীতে।
অথবা তোমারে নগ্ন করিব,
পথে-ঘাটে, সীমাহীন জনস্রোতে।

তোমারে হটাতে জন্ম দেবো,
দুর্জয় সাহসী বীর।
অশান্ত সে মাতৃগর্ভে,
অপেক্ষায় সে অধীর।

ক্লান্তিহীন আমি, ছুটে যাবো,
তপ্ত মরুপ্রান্তরে।
বহমান আমি, বয়ে যাবো,
যুগ থেকে যুগান্তরে।

ফিরবো আমি বারেবারে,
জন্ম থেকে জন্মান্তরে।
আমৃত্যু আমি, বেঁচে রব,
লোকমনে, লোকান্তরে।
নির্ভীক মসি আমি, বিদ্রোহী দাবানল,
তোমারে রহিতে মগ্ন আমি, দুর্নিবার চিরকাল।
নবীনতর পূর্বতন