ফেরারী আমি


ফেরারী আমি


ধূসর প্রকৃতির প্রতিটি উপমা আজ আমায় তিরস্কার করে। 
একদিন ওদের ফেলে তোমার পানে ছুটে গিয়েছি। 
ওদের সাথেই তোমার তুলনা করেছি। 
আমার আক্রোশে প্রতি মুহুর্তেই ওরা নতজানু হতো তোমার সামনে। 
আজ তুমি নেই, ওরা আছে। 
প্রতিশোধের নেশায় যেন প্রস্তুত থাকে প্রতিক্ষণ। 
নিঃসঙ্গ পেয়ে হঠাৎ করেই তেড়ে আসে আমার দিকে। 
বিশালতার মুক্তাকাশেও আজ ফেরারী আমি।
নবীনতর পূর্বতন