অস্ট্রেলিয়া বধ
তখন ক্লাস এইটে।
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা চলছে টিভিতে।
মামুন কাকা আর তার কলিগদের সাথে বসে ম্যাচটা উপভোগ করছি পলিটেকনিক - এর টিচার্স কোয়ার্টারে বসে।
আশরাফুলের সেঞ্চুরি, পন্টিং-এর নখ কামড়ানি, গিলেস্পির ওভারে আফতাবের ছক্কা, চারপাশের উল্লাস-চিৎকারসহ ম্যাচের প্রতি মুহূর্ত কেটেছে হইহুল্লোর আর আনন্দ-মাঝে।
বিজয়ের পরে পলিটেকনিক ছাত্রাবাসের ছাত্ররা রাস্তায় নেমে এলো। স্যারদের কোয়ার্টারের সামনে দিয়ে কয়েকবার ঘুরে গেল। কাকা আর তার কলিগেরাও তাদের ছাত্রদের সাথে গলা মিলিয়েছে সেদিন।
আমি একটু বেশিই আত্মহারা হয়ে গিয়েছিলাম।
জয়ের পরপরই দৌড়ে ছাদে গিয়ে পানির ট্যাংকির উপরে উঠে লাফিয়েছি।
সব মনে পড়ে।
সব চোখে ভাসে এখনো।
বিজয়ের আনন্দ যে কতখানি, সেদিন না বুঝলেও আজ তা চোখের সামনে চির-অম্লান।
কীযে অসাধারণ একটা রাত গেল সেদিন। ১৬ জুন ২০০৫ -এর রাত।