জীবন নদীর গতিপথ
জীবন নামক নদীটা বড় অদ্ভুত।
ঢেউয়ের আঘাতে, অথবা তার আপন গতিতে সে কখন যে কোথায় বাঁক নেয়, বোঝা কঠিন।
কিছু নদী অকালেই মরে যায়,
আবার কিছু নদী শত প্রতিকূলতার মাঝেও বয়ে চলে কাদামাটির বুক চিরে।
কখনো স্বচ্ছ, কখনো অস্বচ্ছ জলের বহমান ধারায় তার গতিময়তা আবহমান-কাল ধরে চলতে থাকে বিরামহীন...