তুমি হলে হবো

তুমি হলে হবো

তপ্ত বালুর অনন্ত পথ হও,

আমি হবো ক্লান্ত পথিক।
অকূল পাথারের সুউচ্চ গর্জন হও,
আমি হবো নির্ভীক নাবিক।

থেমে থাকা নদীর জেগে থাকা চর হও,
আমি হবো শঙ্খচিলের দল।
বহতা নদীর বাঁধ ভাঙ্গা ঢেউ হও,
আমি হবো ছুটে চলা নায়ের পাল।

অঙ্কিত শরতের সুনীল আকাশ হও,
আমি হবো ধুসরশুভ্র মেঘ।
গ্রীষ্মের দুপুরে পত্রঝরা বৃক্ষ হও,
আমি হবো তার ক্রন্দিত আবেগ।

বর্নে গন্ধে নবরুপা বসন্ত হও,
আমি হবো আম্রমুকুল।
হিমু হেমন্তে শীতল বাতাস হও,
আমি হবো শিশিরসিক্ত বকুল।

পদ্ম শোভিত শান্ত দিঘি হও,
আমি হবো তার কিনারা।
টুপ‌টাপ শব্দে ভেজা বর্ষা হও,
আমি হবো তার বারিধারা।

হিমেল শীত-এ কুয়াশাচ্ছন্ন সকাল হও,
আমি হবো শিশিরের কনা।
সুবাসিত ফুলের বর্ণিল সাজ‌ হও,
আমি হবো প্রজাপতির ডানা।

আঁধার রাতের অন্তহীন গগন হও,
আমি হবো দূরের ধ্রুবতারা।
পূর্ণ চাঁদের রূপালী জ্যোত্‌স্না হও,
আমি হবো আলোকিত বসুন্ধরা।

দিনের শেষে গোধুলী সন্ধ্যা হও,
আমি হবো রক্তিম প্রভাকর।
হৃদয় গভীরে আঁকা কল্পিত পরী হও,
আমি হবো রূপকথার সেই রাজকুমার।
নবীনতর পূর্বতন