কিছু বাস্তবতা, যা নির্মম
• হতদরিদ্র কোন একজন এবং তার ভাঙা হুইলচেয়ার।
• ছেড়া তারের বীনা এবং তার বেসুরো করুন সুর।
• ধুলোর মলাটে আবৃত ডায়েরীর লিখিত পাতা এবং বৃষ্টির জলে সিক্ত সেই কাগজের নৌকা।
• হাসপাতালের বারান্দায় মৃত্যু পথযাত্রী কোন পুত্রহীন মা এবং তার একমাত্র মেয়ের পতিতাবৃত্তি।
এইসব সম্পর্কগুলো যেন জীবন চিত্রপটে ঘটে যাওয়া নির্মম সব বাস্তবতার এক একটি খন্ডাংশ।